১৩ জুন ১৯৭১ ‘অপারেশন খরচাখাতা”।
এই দিনে নীলফামারীর সৈয়দপুরের গোলাহাট নামকস্থানে পাকিসেনা ও তাদের দোসররা ট্রেন থামিয়ে ৪৪৮ জন হিন্দু মাড়োয়ারিকে হত্যা করেছিল। পাকি সেনাদের দোসরা ওই হত্যাকান্ডের নাম দিয়েছিল ‘অপারেশন খরচাখাতা”।
১৯৭১ সালের ১৩ জুন সৈয়দপুর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। এর আগে হিন্দু মাড়োয়ারিদের তালিকা তৈরি করে পাকিস্তানি বাহিনী। হানাদার বাহিনী ট্রেনে খুঁজে খুঁজে কমপক্ষে ২০ জন তরুণীকে নামিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। তাদের ভাগ্যে কী জুটেছিল তা আজও জানা যায়নি। ট্রেনে ৫০০ নারী-পুরুষ, শিশু-বৃদ্ধকে তোলা হয়। সকাল ১০টায় শিলিগুড়ির উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। কিন্তু কিছুদূর গিয়ে গোলাহাট নামক স্থানে থামে ট্রেনটি। উঠে পড়ে বিহারিরা। তাদের হাতে ছিল তলোয়ার, রামদা। তিনি একটি জানালা ফাঁক করে দেখেন, বাইরে পাকিস্তানি বাহিনী ঘিরে আছে ট্রেনটি। এরপর যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ৪৪৮ জনকে হত্যা করা হয়।