এম. শামসুল হক
এম. শামসুল হক ১৯৭১ সালে চট্টগ্রাম জেলার সুপার ইনটেনডেন্ট অব পুলিশ হিসাবে দায়িত্ব পালন করছিলেন। অসহযােগ আন্দোলনের সময় থেকেই তিনি বাঙালির অধিকার আদায়ের আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। ২৬, ২৭ ও ২৮ মার্চ চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সে পাকিস্তানি বাহিনীর। বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ হয়। ২৯ মার্চের পর চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ পাকবাহিনীর হাতে চলে যায়। তারপরও শামসুল হক ভারী অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনীর বিরুদ্ধে শেষ দিন পর্যন্ত প্রতিরােধ অব্যাহত রাখেন। ১ এপ্রিল শহরের বিভিন্ন স্থাপনা পাকসেনাদের নিয়ন্ত্রণে চলে যায়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকিস্তানি বাহিনী তাকে সরকারি বাসভবন থেকে। গ্রেফতার করে চট্টগ্রাম সার্কিট হাউজে নিয়ে নির্মমভাবে হত্যা করে। ২০১৩ সালে। তিনি মরণােত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। চট্টগ্রাম পুলিশ লাইন্সে তার নামে “শহীদ মুক্তিযােদ্ধা এম. শামসুল হক পাবলিক স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা