You dont have javascript enabled! Please enable it!
মনছুর রহমান সরকার
মনছুর রহমান সরকারের জন্ম ১৯৪৫ সালের ২০ জানুয়ারি, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামে। তার বাবার নাম ফজলুল আহম্মেদ সরকার, মায়ের নাম বিবিজান। পাঁচ ভাই ও এক বােনের মধ্যে তিনি ছিলেন সবার ছােট। তাঁর পারিবারিক নাম স, ম, মনছুর রহমান সরকার। মনছুর ১৯৬১ সালে চিরিরবন্দর উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। ১৯৬৩ সালে তিনি সুরেন্দ্রনাথ কলেজ থেকে প্রথম বিভাগে আই, এসসি, পাস করেন। মনছুর ১৯৬৯ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম. বি, বি, এস, পাস করেন। এরপর তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই সহকারী সার্জন হিসাবে যােগ দেন।  ১৯৭১ সালের এপ্রিল মাসের শুরুতে ডা, মনছুর কাজে যােগ দেন। ইতােমধ্যে দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। এ অবস্থায় ডা. মনছুর, নজিবর রহমান, বাদশসহ আরও কয়েকজন হেঁটে ভারতের উদ্দেশে রওনা হন। ১৩ এপ্রিল তারা রাজশাহী চারাঘাট সারদা পুলিশ ট্রেনিং একাডেমির কাছে এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য থামেন। তখন একদল রাজাকার তাঁদের দেখে ফেলে এবং পাকবাহিনীকে খবর দেয়। তারা কিছু বুঝে ওঠার আগেই পাক হানাদার বাহিনী তাদের ঘিরে ফেলে এবং গুলি চালায়। গুলিতে ডা. মনছুর রহমান সরকার, নজিবর রহমান, বাদশাসহ অন্য সবাই সেখানে শহীদ হন। শহীদ নজিবর রহমানের মেয়ে মনজিলার মাধ্যমে ডা, মনছুর রহমানের পরিবার তার মৃত্যুর খবর জানতে পায়। এ খবর শুনে তার মা অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিনের মধ্যেই মারা যান। শহীদ ডা. মনছুর রহমান সরকার অবিবাহিত ছিলেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা
error: Alert: Due to Copyright Issues the Content is protected !!