মণিভূষণ চক্রবর্তী
জয়পুরহাট জেলার উত্তর হাটশহর গ্রামে ১৯২৭ সালের ৩০ এপ্রিল মণিভূষণ চক্রবর্তীর জন্ম। তাঁর বাবার নাম খিরিদচন্দ্র চক্রবর্তী। মণিভূষণ চক্রবর্তী মৃত্যুর সময় পর্যন্ত নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য ছিলেন। অনেক সমাজসেবামূলক কাজেও তিনি যুক্ত ছিলেন। স্থানীয় দালালদের সহায়তায় পাকসৈন্যদের হাতে অকথ্য নির্যাতন সহ্য করার পর ১৯৭১ সালের ২ মে মণিভূষণ মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা