You dont have javascript enabled! Please enable it! মকছুদ আহমদ - সংগ্রামের নোটবুক
মকছুদ আহমদ
মকছুদ আহমদের জন্ম ১৯৩০ সালের ১ ডিসেম্বর, চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুয়ারা গ্রামে। তার বাবার নাম আবদুর রাজ্জাক শাহ। মকছুদ ম্যাট্রিক পাসের পর ১৯৫২ সালের ৬ অক্টোবর চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে সহকারী কেরানি হিসাবে যােগ দেন। এরপর ১৯৬৩ সালের ২০ মে তিনি হিসাবরক্ষক পদে উন্নীত হন। মকছুদ আহমদ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে প্রধান সহকারী এবং রাঙ্গামাটি সরকারি কলেজে প্রধান সহকারী হিসাবে কর্মরত ছিলেন। রাঙ্গামাটি কলেজে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হয়। রমজানের বন্ধে তিনি নিজের বাড়িতে অবস্থান করছিলেন। সে সময় ৯ ডিসেম্বর নিজ বাড়িতে আততায়ীর হাতে নিহত হন। তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা রেখে যান।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা