মায়াময় ব্যানার্জী
মায়াময় ব্যানার্জীর জন্ম ১৯১৮ সালের ১৫ ফেব্রুয়ারি, ঝিনাইদহ জেলার সদর। উপজেলায় খড়িখালী গ্রামে। তার বাবার নাম দ্বিনেন্দ্র নাথ ব্যানার্জী। মায়াময় এন্ট্রান্স পাস করে শিক্ষকতায় নিয়ােজিত হন। তিনি ব্যাকরণ কাব্য তীর্থ ছিলেন। ১৯৭১ সালে তিনি রামনগর কে, বি. বি. এল, বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ১ এপ্রিল তিনি ওই বিদ্যালয় থেকে ফেরার পথে পাকিস্তানি সেনাদের মুখােমুখি হন এবং তাকে হত্যা করা হয়। কারও মতে, ১ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মুক্তিযােদ্ধাদের সামনা-সামনি যুদ্ধে মায়াময় শহীদ হন। মায়াময় ব্যানার্জী আট সন্তানের বাবা ছিলেন। তাঁর নামে ‘খড়িখালী মায়াময় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা