You dont have javascript enabled! Please enable it! মাশুকুর রহমান - সংগ্রামের নোটবুক
মাশুকুর রহমান
মাশুকুর রহমান ১৯৪২ সালের ৩১ জানুয়ারি যশাের শহরের ষষ্টিতলা পাড়ায় জন্ম নেন। তার বাবা হাবিবুর রহমান ছিলেন আইনজীবী, মা করিমা। দুই ভাই ও পাঁচ বােনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার ডাকনাম তােজো। মাশুকুর অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ১৯৫৬ সালে যশাের জেলা স্কুল। থেকে ম্যাট্রিক এবং ১৯৫৮ সালে যশাের এম. এম. কলেজ থেকে যশাের বাের্ডে ষষ্ঠ স্থান পেয়ে আই. এসসি, পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে পদার্থবিদ্যা ও গণিতশাস্ত্রে অনার্স এবং ১৯৬৪ সালে এম. এসসি. ডিগ্রি পান। মাশুকুর রহমান তােজো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময় তকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার কারণে ১৯৬৪ সালে তিনি গ্রেফতার হন এবং কেন্দ্রীয় কারাগার থেকেই তিনি এম, এসসি, পরীক্ষায় অংশ নিয়ে প্রথম শ্রেণিতে পাস করেন। এম. এসসি, পাসের পর অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্সে উচ্চশিক্ষার জন্য মাশুকুর লন্ডন গিয়েছিলেন। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নিজের রাজনৈতিক চিন্তা তাঁকে অস্থির করে তােলে। দেশের রাজনীতিতে ভূমিকা রাখার তাগিদ থেকে উচ্চশিক্ষা শেষ না করেই মাশুকুর দেশে ফিরে আসেন। দেশে ফিরে ১৯৬৯ সালের ডিসেম্বরে তিনি ইস্টার্ন ফেডারেল ইন্সওরেন্স কোম্পানিতে ‘অ্যাকচুয়ারি হিসাবে যােগ দেন।
লন্ডন থেকে ফিরে চাকরিতে যােগ দেওয়ার পাশাপাশি মাশুকুর রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। তিনি প্রথমে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হলেও ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি (এম-এল)’-এ যােগ দেন। ১৯৭১ সালের মার্চ মাসে তিনি পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেফতার এবং নির্যাতনের শিকার হন, এক পর্যায়ে ছাড়াও পান। মুক্তিযুদ্ধ শুরু হলে মাশুকুর ৩ এপ্রিল ভারতে যান এবং প্রশিক্ষণ নিয়ে দেশের ভেতরে ঢােকেন। যশাের শহর থেকে ৩০ কিলােমিটার দক্ষিণে কেশবপুর সড়কের চিনাটোলা বাজারের পূর্ব দিকে ১৯৭১ সালের ২৩ অক্টোবর সকালে স্থানীয় রাজাকার কমান্ডার আব্দুল মালেক ডাক্তারের নেতৃত্বাধীন একটি রাজাকার বাহিনীর হাতে আরও পাঁচজন মুক্তিযােদ্ধাসহ মাশুকুর রহমান তােজো ধরা পড়েন। অন্য মুক্তিযােদ্ধারা হলেন আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম শান্তি, আহসান। উদ্দীন খান মানিক ও ফজলু দফাদার। রাজাকাররা এই পাঁচ মুক্তিযােদ্ধাকে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করে। শহীদ মাশুকুর রহমান অবিবাহিত ছিলেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা