মিজানুর রহমান
মিজানুর রহমানের জন্ম টাঙ্গাইলের দিঘুলিয়ায়, ১৯২৯ সালের ১২ জুলাই। তার বাবার নাম মুনসুর-উর-রহমান। বি. এ. পাস মিজানুর রহমান আলীজান জুট মিসের ব্যবস্থাপক পদে চাকরি করতেন। এছাড়া তিনি নিজ গ্রাম দিঘুলিয়ায় ‘ইউনাইটেড স্পােটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ‘কথাকলি চিত্রের প্রযােজক হিসাবে ‘পলাশের রঙ’ নামে একটি চলচ্চিত্র বানানাের পরিকল্পনা করেছিলেন এবং ছবির জন্যে গান রেকর্ড করেছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে মিজানুর রহমান যুদ্ধে যােগ দেন। ১৯৭১ সালের ৫ মে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ভৈরব-আশুগঞ্জ ব্রিজের কাছে এক যুদ্ধে তিনি শহীদ হন। শহীদ মিজানুর রহমান অবিবাহিত ছিলেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা