You dont have javascript enabled! Please enable it! মাে. আলমগীর মিঞা - সংগ্রামের নোটবুক
মাে. আলমগীর মিঞা
মাে. আলমগীর মিঞা ১৯৪৮ সালের ৫ আগস্ট পিরােজপুরের নজিরপুর উপজেলার মেবুরজিলা গ্রামে জন্ম নেন। তার বাবার নাম মাে. আবদুল করিম মিঞা এবং মায়ের নাম রহিমা বেগম। চার ভাই ও চার বােনের মধ্যে আলমগীর ছিলেন সবার বড়। মাে. আলমগীর মিঞা ১৯৬২ সালে কলার দোয়ানিয়া উচ্চ বিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাস করেন। তিনি ১৯৬৪ সালে বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ থেকে দ্বিতীয় বিভাগে আই. এসসি, পাস করেন। আলমগীর ১৯৭১ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম, বি, বি, এস, পাস করেন। তিনি ছিলেন অসাধারণ বক্তা। স্কুল জীবন থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতার জন্য পুরস্কার পেতেন। আলমগীর কবিতা লিখতেন, ‘বিক্ষুব্ধ বর্ণমালা’ নামে একুশে ফেব্রুয়ারির ওপর রচিত তাঁর কবিতার সংকলন প্রকাশিত হয়েছিল।
আলমগীর যখন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র, তখন তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অংশ নেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেন। স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্ররােচনায় পাকবাহিনী তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়েও দেয়। এ অবস্থায় তিনি এম. বি. বি. এস. শেষ বর্ষের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন এবং ইন্টার্নশিপ শুরু করেন। ডা. মাে. আলমগীর যখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক হিসাবে কাজ করছেন, সে সময় ১৯৭১ সালের ১২ ডিসেম্বর পাকবাহিনী তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তাঁর আর কোনাে খোঁজ পাওয়া যায়নি, তার লাশেরও সন্ধান পাওয়া যায়নি। শহীদ ডা. মাে. আলমগীর মিঞা অবিবাহিত ছিলেন।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা