মাে. আফসার হােসেন
মাে, আফসার হােসেনের জন্ম চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে, ১৯৩৮ সালের ৪ মে। তার বাবার নাম আবদুস সােবহান বিশ্বাস, মায়ের নাম সহর বানু। তিনি ছিলেন পরিবারের বড় সন্তান। আফসার হােসেন মনাকশাহ হুমায়ুন রেজা হাই ইংলিশ স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আই, এসসি পাস করেন। পরে তিনি ভর্তি হন রাজশাহী সার্ভে ও ইঞ্জিনিয়ারিং স্কুলে। সেখানে পড়ার সময় তিনি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে (পি, আই. এ.) পরীক্ষা দিয়ে মনােনীত হন। তিনি প্রথমে শিক্ষানবিস ইঞ্জিনিয়ারিং ক্যাডেট হিসাবে যােগ দেন, পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রকৌশলী হিসাবে পদোন্নতি পান। তিনি পাকিস্তানের করাচি ও মার্কিন যুক্তরাষ্ট্রে এয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। করাচিতে থাকার সময় আফসার ড্রিগরােড কলােনিতে একটি বাংলা স্কুল পরিচালনা করেছেন। তিনি ছিলেন স্কুলটির প্রেসিডেন্ট।
১৯৭১ সালের ৪ মে সকাল সাড়ে ১০টার দিকে আফসার হােসেন এক বন্ধুকে সাথে নিয়ে ব্যাংকে যান টাকা তুলতে। টাকা তােলার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানি সেনারা তাকে আটক করে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। আফসারের বন্ধু তাকে রক্ষা করতে গেলে পাকসেনারা তাকে বন্দুক দিয়ে আঘাত করে। এরপর থেকে মাে. আফসার হােসেনের আর কোনাে খোঁজ পাওয়া যায়নি। শহীদ আফসার হােসেন বিবাহিত ছিলেন। তাঁর স্ত্রীর নাম হাসনাত শাহেদা বেগম। তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে ছিল। শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বী যতদিন বেঁচে ছিলেন, ততদিন এই পরিবারটিকে সহযােগিতা করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান শহীদ আফসারের পরিবারকে পাঁচ হাজার টাকা সহযােগিতা করেন এবং একটি বাড়ি বরাদ্দ দেন।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা