মাে. আবদুল বারী মিঞা
মাে. আবদুল বারী মিঞার জন্ম ১৯৪০ সালে, টাঙ্গাইল জেলার নারুচী গ্রামে। তার বাবার নাম মােহাম্মদ আবদুল জব্বার আবদুল বারী মিঞার শিক্ষাগত যােগ্যতা ম্যাট্রিক পর্যন্ত। তিনি পেশায় ছিলেন টেলিফোন অপারেটর। ১৯৬২ সালে তিনি খুলনা টেলিফোন এক্সচেঞ্জে যােগ দেন। পরে ১৯৬৭ সালে তিনি ঢাকায় বদলি হন এবং শহীদ হওয়ার সময় পর্যন্ত ঢাকাতেই ছিলেন। আবদুল বারী অভিনেতা হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। ছাত্রজীবন থেকেই তার মঞ্চে অভিনয় শুরু। এরপর বহু নাটকে অভিনয় করেছেন। ছদ্মবেশী’ ছবিতে নাটকের ম্যানেজারের ভূমিকায় অভিনয় ছাড়াও আরও কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ১৯৭১ সালের ফেব্রুয়ারি-মার্চে অসহযােগ আন্দোলনে অংশ নিয়েছিলেন আবদুল বারী। ১৯৭১ সালের ৩ মে তিনি কাজে যােগ দিতে যান। তখন পাকবাহিনী তাকে গ্রেফতার করে এবং ওইদিনই হত্যা করে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা