মাে. আ. গফুর খান
মাে. আ. গফুর খানের জন্ম টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার বামনঘাটা গ্রামে, ১৯৩৫ সালের সেপ্টেম্বরে। তাঁর বাবার নাম মফিজউদ্দিন খান। গফুর খান একাদশ শ্রেণি পর্যন্ত পড়াশােনা করেছিলেন। এরপর তিনি গ্রাম ডাক্তারের প্রশিক্ষণ নেন। মাে. আ. গফুর খান ১৯৭১ সালের ১২ নভেম্বর শহীদ হন। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে যান।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা