মুহম্মদ আখতার
মুহম্মদ আখতারের জন্ম টাঙ্গাইলের ধনবাড়ী থানার কিসামত গ্রামে, ১৯৩৯ সালের ১ আগস্ট। মুহম্মদ আখতার ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করতেন। দৈনিক ইত্তেফাক পত্রিকায় তার সাংবাদিক জীবন শুরু হয়। এরপর তিনি রেডিও পাকিস্তানের পাক্ষিক ‘এলান পত্রিকায় যােগ দেন। মুদ্রণশিল্পে আখতারের বিশেষ পারদর্শিতা ছিল। জানা যায়, বাংলা টাইপ রাইটারের সংস্কার ও উন্নতির জন্যে তিনি গবেষণা করেছিলেন। আখতার ধীর-স্থির হলেও ছিলেন নির্ভীক ও সাহসী মানুষ। পাক্ষিক ললনা ও মাসিক ‘সমীপেষু’তেও তিনি কাজ করেছেন। সম্পাদক হিসাবে উদ্ভাবনী ক্ষমতার অধিকারী ছিলেন আখতার। ১৯৭১ সালে তিনি ছিলেন সাপ্তাহিক ‘ললনা’র কর্মাধ্যক্ষ। ললনা’ পত্রিকার শেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৯ মার্চ। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তার পুরানা পল্টনের বাসা থেকে আলবদর বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমিতে তার বিকৃত লাশ পাওয়া যায়।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা