You dont have javascript enabled! Please enable it!
মুনীন্দ্র কুমার সরকার
আইনজীবী ও শিক্ষক মুনীন্দ্র কুমার সরকারের জন্ম ১৮৯৫ সালে লক্ষ্মীপুর জেলার চরমটুয়ায়। মুনীন্দ্র কুমার ১৯১৪ সালে লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করেন। এরপর ১৯১৬ সালে বরিশাল ব্রজমােহন কলেজ থেকে আই. এ. পাস করেন মুনীন্দ্র। ১৯১৯ সালে তিনি পশ্চিমবঙ্গের বহরমপুর কলেজ থেকে অংকশাস্ত্রে সম্মানসহ বি, এসসি. পাস করেন। এছাড়া তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. এল, পাস করেন। শিক্ষাজীবন শেষে মুনীন্দ্র হুগলি ও নােয়াখালীর ফরাশগঞ্জে শিক্ষকতা করেন। শিক্ষকতা ছেড়ে সাত বছর তিনি নােয়াখালীতে ওকালতি করেন। এরপর আবার তিনি শিক্ষকতায় ফিরে যান। তিনি প্রথমে রামগতি বি. বি. কে. উচ্চ বিদ্যালয় ও পরে হাজীরহাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৫০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত তিনি নােয়াখালী অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। গণিতের শিক্ষক হিসাবে তিনি যথেষ্ট খ্যাতিমান ছিলেন।
ব্যক্তিজীবনে মুনীন্দ্র ছিলেন ধর্মপরায়ণ, ন্যায়নিষ্ঠ ও আদর্শবাদী। ১৯৭১ সালে তিনি রামগতি করুণানগরে নিজ বাসভবনে অবসর জীবনযাপন করছিল। তার দুই ছেলে অজয় ও সঞ্জয় সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। এ খবর রাজাকার বাহিনীর কানে পৌছলে রাজাকার বাহিনীর সদস্যরা ১৯৭১ সালের ২৮ আগস্ট তাকে আটক করে। রাজাকারদের হাতে আটক অবস্থায় মুনীন্দ্র কুমার সরকার শহীদ হন। তার মৃতদেহটি দড়ি দিয়ে বেঁধে বাড়ির সামনের খালে ফেলে দেওয়া হয়। তার লাশ পাওয়া যায়নি। শহীদ মুনীন্দ্র কুমার সরকার আট ছেলেমেয়ের বাবা ছিলেন।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!