You dont have javascript enabled! Please enable it! মতিয়ুর রহমান - সংগ্রামের নোটবুক
মতিয়ুর রহমান
মতিয়ুর রহমান ১৯২১ সালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরফপাহাড়ী গ্রামে জন্ম নেন। তাঁর বাবার নাম রইসউদ্দীন মণ্ডল, মায়ের নাম কুলসুম বেগম। তিনি ১৯৪৩ সালে গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তৃতীয় বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর ১৯৪৯ সালে। মতিয়ুর কলকাতার ক্যাম্বেল হাসপাতাল থেকে এল, এম, এফ. পাস করেন। চাকরির সুবাদে তিনি খুলনা, রাজবাড়ী, লালমনিরহাট ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মতিয়ুর রহমান ছিলেন পার্বতীপুর রেলওয়ে হাসপাতালের আবাসিক সাব-অ্যাসিসটেন্ট সার্জন। স্থানীয় অবাঙালিদের আক্রমণ থেকে বাঁচতে তিনি সহকর্মী ডা. আবদুল গফুর আহমদসহ স্থানীয় সংসদ সদস্য অবাঙালি। কামরুজ্জামনের বাসায় আশ্রয় নেন। ১৯৭১ সালের ১০ মে, কামরুজ্জামানের অনুপস্থিতিতে তার ছােট ছেলে স্থানীয় অবাঙালিদের নিয়ে এসে ডা. আবদুল গফুর ও ডা. মতিয়ুরকে ধরে নিয়ে যায়। শােনা যায়, হত্যা করার পর তাদের মরদেহ রেল ইঞ্জিনের বয়লারে ফেলে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। শহীদ মতিয়ুর রহমানের স্ত্রীর নাম ছালেহা রানী। তাদের সংসারে দুই ছেলে ও তিন মেয়ে ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা