হিদারাম ব্যানার্জি লেনের জনসভায় মুক্তিফৌজ প্রতিনিধিদের আবেদন
(স্টাফ রিপোের্টার)
কলকাতা, ২ এপ্রিল— “জঙ্গী শাহীর হাত থেকে স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত বাঙলাদেশের মানুষ শেষ রক্ত বিন্দু দানে প্রস্তুত”– আজ হিদারাম ব্যানার্জী লেনে মধ্য-কলকাতা ছাত্র-যুব সংহতি কমিটি আয়ােজিত এক সভায় বাঙলা মুক্তি ফৌজের প্রতিনিধি যশােরের তরুণ ছাত্রনেতা সিরাজুল ইসলাম দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তার দীর্ঘ ভাষণে ইয়াহিয়া চক্রের নিষ্ঠুর নিষ্পেষণের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং পশ্চিমবাঙলার কাছে সাহায্যের আবেদন করেন। যশাের ছাত্র লীগের অপর প্রতিনিধি মহম্মদ আবদুল মান্নান ও ভাষণ দেন।
সভায় মধ্য কলকাতা ছাত্র-যুব সংহতি কমিটির পক্ষ থেকে শ্রীমনােজ মিত্র ও শ্রীরাঞ্জত দত্ত ভাষণ দেন। সভায় সভাপতিত্ব করেন শ্রীধুজটিপ্রসাদ ভট্টাচার্য। তিনি কমিটির ভবিষ্যৎ কর্মসূচী বর্ণনা করেন। সভার প্রারম্ভে শ্রীমান্নান শ্রীইসলামকে মালাভূষিত করা হয়। কমিটির পক্ষ থেকে অর্থসংগ্রহ করা হয়।
সূত্র: কালান্তর, ৪.৪.১৯৭১