You dont have javascript enabled! Please enable it! ফয়জুর রব - সংগ্রামের নোটবুক
ফয়জুর রব
সিলেট জেলার হাওয়া পাড়ার আব্বাস আবদুল আলীর ছেলে আলী আহমদের জন্ম ৩১ ডিসেম্বর ১৯৩২। ‘ফয়জুর রব’ নামে তিনি। সাহিত্যচর্চা করতেন এবং এ নামেই তিনি পরিচিতি লাভ করেন। তিনি চট্টগ্রাম জালালাবাদ অ্যাসােসিয়েশন কর্তৃক প্রকাশিত প্রাচী’ ও মালঞ্চ’ নামের দুটি সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। চট্টগ্রামের মেহেদীগঞ্জে তাঁর নিজের বাসভবন ছিল। প্রগতিবাদী ও চিন্তাশীল লেখক হিসাবে পরিচিত ফয়জুর রবকে ১৯৭১ সালে। পাক হানাদার বাহিনী ১১৫ নম্বর পাঁচলাইশের আবদুল মালেক সাহেবের বাসা থেকে ধরে নিয়ে যায়। শােনা যায়, তাঁর বাড়ির ভাড়াটিয়া তদানীন্তন বি, ও. এ. সি.’র ম্যানেজার এস, এম, কুলী তাকে পাকিস্তানিদের হাতে ধরিয়ে দিয়েছিল। তারপর থেকে তার আর কোনাে খােজ পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তিনি স্ত্রী ও চার। সন্তান রেখে যান।

 

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা