You dont have javascript enabled! Please enable it! নওশের আলী - সংগ্রামের নোটবুক
নওশের আলী
নওশের আলীর জন্ম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আড়মবাড়িয়া গ্রামে, ১৯৩০ সালের ৮ ফেব্রুয়ারি । তার বাবার নাম বাহার উদ্দিন শেখ, মায়ের নাম মােছা. নূরজাহান শেখ। ছয় ভাই ও এক বােনের মধ্যে নওশের ছিলেন তৃতীয়। নওশের আলী মেধাবী ছাত্র ছিলেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত তিনি বৃত্তি পেয়েছিলেন। তিনি রাজশাহী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৪৬ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর ১৯৪৮ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আই, এসসি, পাস করেন। নওশের ১৯৫৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এম. বি. বি. এস. পাস করেন। নওশের আলী আলহাজ্ব টেক্সটাইল মিল, নর্থ বেঙ্গল পেপার মিলস্, ইক্ষু গবেষণা কেন্দ্র প্রভৃতি প্রতিষ্ঠানে মেডিকেল অফিসার হিসাবে কাজ করেন। তিনি সরকারি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে কাজ করেছেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ডা. নওশের আলী মুক্তিযুদ্ধের শুরুতে ৯ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে যােগ দেন। তিনি আহত মুক্তিযােদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়ার দায়িত্ব পালন করেছেন।
পাকবাহিনী গ্রামে-গঞ্জে হানা দিতে শুরু করলে ডা. নওশের তার ভাই ইউনুস আলীকে সাথে নিয়ে পরিবার-পরিজনসহ রাজশাহীর বাঘা উপজেলায় তাঁর বােনের বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়ি থেকেই ১৯৭১ সালের ১৫ এপ্রিল স্থানীয় রাজাকারদের সহযােগিতায় পাকবাহিনী তাকে ধরে নিয়ে যায়। একই সাথে ধরে নিয়ে যায় তার দূরসম্পর্কের বােনের স্বামী দিদার রসুল, রইস চেয়ারম্যান ও একজন হিন্দু ভদ্রলােককে। তাদের সবাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পাকিস্তানিদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। দিদার রসুল ফিরে এলেও বাকিদের আর কোনাে খোঁজ পাওয়া যায়নি।  শহীদ ডা, নওশের আলীর স্ত্রীর নাম মােছা. শামছুন নাহার। তাদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে ছিল।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা