দিলীপ চৌধুরী
দিলীপ চৌধুরীর জন্ম চট্টগ্রামের বােয়ালখালী উপজেলার কদুরখালি গ্রামে। দিলীপ চৌধুরী স্যার আশুতােষ কলেজ থেকে বি. এসসি. পাস করেন। পরে ১৯৬৮ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম, এসসি. ডিগ্রি নেন। শিক্ষাজীবন শেষে তিনি চট্টগ্রামের সালেহ্-নূর কলেজে পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক হিসাবে যােগ দেন। দিলীপ চৌধুরী ছিলেন সৎ, নির্ভীক ও আদর্শবাদী যুবক। কলেজের ছাত্রছাত্রীদের প্রতি তিনি ছিলেন অসম্ভব দরদি। কলেজের পড়াশােনার মান বাড়ানাের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করতেন। দিলীপ চৌধুরী তার বাড়ির কাছেই শহীদ হন। শহীদ দিলীপ চৌধুরী অবিবাহিত ছিলেন। তাঁর সম্পর্কে আর কোনাে তথ্য পাওয়া যায়নি।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা