You dont have javascript enabled! Please enable it!
তােজাম্মেল হােসেন
তােজাম্মেল হােসেনের জন্ম সিরাজগঞ্জের শাহজাদপুরে, ১৯৫৩ সালের ২২ নভেম্বর। তার বাবার নাম জয়নুল আবেদীন খান, মায়ের নাম চাফুলী বেগম। তিন ভাইবােনের মধ্যে তােজাম্মেল ছিলেন সবার বড়। ছােটবেলাতেই তােজাম্মেল তার বাবাকে হারান। স্বামীর মৃত্যুর পর চাফুলী বেগম তিন সন্তানকে নিয়ে চলে আসেন গাড়াদহে, নিজের ভাইদের সংসারে। কিন্তু ভাইদের দয়ায় বেঁচে থাকার কোনাে ইচ্ছা তাঁর ছিল না। তিনি এক হিন্দু পরিবারের পরিত্যক্ত ভিটায় গিয়ে কুঁড়েঘর বানিয়ে বাস করতে শুরু করেন। বহু কষ্ট করে তিনি। তাঁর সন্তানদের বড় করেন।  তােজাম্মেলকে অভাবের মধ্যে বড় হতে হয়েছে। স্কুলে কখনও বেতন দিতে। পারেননি, সহপাঠীদের বই ধার করে পড়াশােনা করেছেন। এক সময় চাফুলী বেগম থানা পরিবার পরিকল্পনা অফিসের মাঠকর্মীর চাকরি পান। ১৯৬৭ সালে তােজাম্মেল তালগাছি হাই স্কুল থেকে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাস করেন। ১৯৬৯ সালে তিনি নিয়ামতপুরের পানিখাইল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যােগ দেন। . মুক্তিযুদ্ধ শুরু হলে তােজাম্মেল ৭ নম্বর সেক্টরের সাব-সেক্টর প্রধান মেজর গিয়াসের। অধীনে যুদ্ধ করেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তােজাম্মেল এবং তার সহযােদ্ধারা। পাকবাহিনীর ওপর আক্রমণ করার জন্য গিয়েছিলেন রাজশাহীর সাপাহারে। তাদের অতর্কিত আক্রমণে অনেক পাকসেনা হতাহত হয়। অপারেশন শেষ করে তারা যখন নৌকায় করে ফিরছিল, তখন হঠাৎ একঝাঁক গুলি ছুটে আসে। এতে তােজাম্মেল হােসেনসহ আরও দুজন মুক্তিযােদ্ধা শহীদ হন, বেশ কয়েকজন আহত হন। শহীদ মুক্তিযােদ্ধাদের স্বাধীন বাংলার মুক্তাঞ্চল খঞ্জনপুরে সমাহিত করা হয়।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!