চন্দ্রদেব
চন্দ্রদেব জন্মেছিলেন ১৮৯৯ সালের ১ জানুয়ারি, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুশুলী গ্রামে। তার বাবার নাম শরৎচন্দ্র দেব। চন্দ্রদেব ছিলেন একজন শিক্ষাবিদ এবং সমাজসেবক। তিনি মুশুলী উচচ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং সেখানে শিক্ষকতা করেন। তিনি মুশুলী ইউনিয়ন। পরিষদের সদস্য ছিলেন। এছাড়া চন্দ্রদেব আদালতে জুরির দায়িত্বও পালন। করেছেন। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর পাকবাহিনীর গুলিতে চন্দ্রদেব শহীদ হন। তাঁর স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে ছিল।
চিত্তরঞ্জন রায়
রংপুর কারমাইকেল কলেজের গণিত বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন রায়ের জন্মস্থান বাগেরহাট। তাঁর শিক্ষাগত যােগ্যতা এম, এসসি,। চিত্তরঞ্জন রায়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। ১৯৭১ সালের ৩০ এপ্রিল, মধ্যরাতে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে হানা দেয়। পাক হানাদার বাহিনী। তারা অধ্যাপক সুনীল বরণ চক্রবর্তী, অধ্যাপক রামকৃষ্ণ অধিকারী, অধ্যাপক শাহ মাে. সােলায়মান, অধ্যাপক আব্দুর রহমান, অধ্যাপক কালাচাদ রায় এবং কালাচাদ রায়ের সহধর্মিণী মঞ্জুশ্রী রায়কে ধরে নিয়ে যায়। এদের সাথে অধ্যাপক চিত্তরঞ্জন রায়কেও ধরে নিয়ে যায়। তাদেরকে রংপুর-বগুড়া মহাসড়কের দমদমা ব্রিজের কাছে হত্যা করা হয়। বর্তমানে সেখানে একটি বধ্যভূমি আছে। চিত্তরঞ্জন রায়ের স্ত্রী ও এক ছেলে জীবিত ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা