গােবিন্দচন্দ্র বিশ্বাস
বাংলা ১৩০৮ সনের ৮ ভাদ্র (১৯০১ সালের আগস্ট মাসে), গােপালগঞ্জ জেলার সাতপাড় গ্রামে গােবিন্দচন্দ্র বিশ্বাসের জন্ম। তাঁর বাবার নাম বনমালী বিশ্বাস। গােবিন্দচন্দ্র বিশ্বাস ১৯২০ সালে এন্ট্রান্স, ১৯২২ সালে আই. এ. এবং ১৯২৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. পাস করেন। শিক্ষাজীবন শেষে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নেন। আজীবন শিক্ষাব্রতী গােবিন্দ বিশ্বাস। সাতপাড়, বৌলতলী ও সাচিয়াদহে উচ্চ বিদ্যালয় স্থাপন করেন এবং এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করেছেন। একটানা ৪৫ বছর তিনি শিক্ষকতায় নিযুক্ত ছিলেন। পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার অবদান রয়েছে। ১৯৭১ সালের ১৯ মে তারিখে গােপালগঞ্জের মুকসুদপুর থানার বনবাড়ি গ্রামের ধানক্ষেতে পাকবাহিনী গুলি করে তাকে হত্যা করে। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে যান।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা