খাে. মাে. ইলাহি বক্স
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভাদড়া গ্রামের আতস আলী খােন্দকারের ছেলে খােন্দকার মােহম্মদ ইলাহি বক্স। তার জন্ম ১৯২৮ সালে। ম্যাট্রিক পাসের পর তিনি শিক্ষকতাকে পেশা হিসাবে। বেছে নেন। সমাজসেবা এবং সাহিত্যচর্চায় সম্পৃক্ত ছিলেন ইলাহি বক্স। তাঁর প্রকাশিত উপন্যাসের নাম এক যুগ পরে। পাকসেনাদের গুলিতে ১৯৭১ সালের মে মাসে হুমাদার বিল নামক স্থানে খাে, মাে. ইলাহি বক্স শহীদ হন। তাঁর স্ত্রী ও দুই সন্তান ছিল।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা