You dont have javascript enabled! Please enable it! ক্ষিতীশ চন্দ্র দে - সংগ্রামের নোটবুক
ক্ষিতীশ চন্দ্র দে
ক্ষিতীশ চন্দ্র দে ১৯২০ সালের ২৮ ডিসেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন গ্রামে জন্ম নেন। তার বাবার নাম জগৎ চন্দ্র দে, মায়ের নাম কুমুদিনী দে। পাঁচ ভাই ও এক বােনের মধ্যে ক্ষিতীশ ছিলেন তৃতীয়। ক্ষিতীশ চন্দ্র দে ভারতের ব্ৰুিগড় মেডিকেল কলেজ। থেকে এল, এম, এফ. ডিগ্রি নেন। পরে তিনি তারাপুর চা। বাগানে মেডিকেল অফিসার হিসাবে যােগ দেন। চা বাগানের শ্রমিকরা তাকে। আপনজন হিসাবেই জানত।। ১৯৭১ সালের ১৮ এপ্রিল সকালে পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল তারাপুর চা বাগানে হানা দিয়ে বাগানের মালিক রবীন্দ্রলাল গুপ্ত ও তাঁর পরিবারের সব পুরুষ সদস্য, বাগানের কর্মচারী ও শ্রমিকসহ সবাইকে ধরে নিয়ে যায়। তাঁদের সবাইকে মালনীছড়া চা বাগানের কাছে নিয়ে গুলি করে হত্যা করা হয়। সেখানেই এক গণকবরে তাঁদের মাটিচাপা দেওয়া হয়। এই গণহত্যার শিকার হয়ে ক্ষিতীশ চন্দ্রসহ মােট ৩৯ জন মারা যায়। স্বাধীনতার পর তারাপুর চা বাগানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। শহীদ ডা. ক্ষিতীশ চন্দ্র দের স্ত্রী নাম নিভা রানী দে। তাদের সংসারে এক ছেলে। ও তিন মেয়ে ছিল।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা