You dont have javascript enabled! Please enable it! কামিনীকুমার চক্রবর্তী - সংগ্রামের নোটবুক
কামিনীকুমার চক্রবর্তী
আজীবন শিক্ষকতায় নিয়ােজিত কামিনীকুমার চক্রবর্তীর জন্ম ১৯০৫ সালের ১ ডিসেম্বর, নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামে। তার বাবার নাম গৌরচন্দ্র চক্রবর্তী।  কামিনীকুমার নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয় হতে ১৯২২ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর কলকাতার রিপন কলেজ (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ) থেকে ১৯২৪ সালে প্রথম বিভাগে আই, এসসি. পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ১৯২৬ সালে বি. এ. পাস করেন। পরবর্তীতে ১৯৩৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি. এল. পাস করেন। কামিনীকুমার বিরিশিরি পি. সি, নল মেমােরিয়াল উচ্চ বিদ্যালয়ে ১১ বছর, বানিয়াজান সি, টি, উচ্চ বিদ্যালয়ে ছয় বছর এবং তেলিগাতি বি. এন. এইচ. কে. একাডেমিতে চার বছর শিক্ষকতা করেন। পরবর্তীতে নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং মৃত্যুর সময় পর্যন্ত সেখানেই ছিলেন। তিনি জেলা শহরে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। কামিনীকুমার নিজেও সাহিত্য অনুরাগী ছিলেন, লেখালেখি করতেন। কিন্তু অর্থাভাবে তাঁর পক্ষে পাণ্ডুলিপি প্রকাশ করা সম্ভব হয়নি। ১৯৭১ সালের ২২ এপ্রিল নেত্রকোনার বড় বাজারের নিজের বাড়ি থেকে তাকে পাকবাহিনী গ্রেফতার করে। এর তিনদিন পর ২৭ আগস্ট শহর থেকে চার মাইল পশ্চিমে ত্রিমােহিনী সেতুর উপর পাকবাহিনী তাকে গুলি করে হত্যা করে। কামিনীকুমার ১৯৪২ সালে বিয়ে করেন। তাঁর স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে জীবিত ছিল।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা