এস, এম, নূরুল হুদা
এস, এম, নূরুল হুদার জন্য শরীয়তপুর জেলার ডামুড্যা থানার ডামুড্যা গ্রামে, ৩১ জুলাই ১৯৩০ সালে। নূরুল হুদা ১৯৪৬ সালে ম্যাট্রিক, ১৯৪৮ সালে আই. এ. এবং ১৯৫১ সালে স্নাতক পাস করেন। এরপর ১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি বরিশালের ব্রজমােহন কলেজের (বি, এম, কলেজ) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়া তিনি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার মুসলিম ছাত্রাবাসের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। ১৯৭০ সালে নূরুল হুদা ‘School of Oriental and African Studies’-এর বৃত্তি নিয়ে এম. ফিল. করার জন্য লন্ডন চলে যান। উচ্চশিক্ষা গ্রহণের মাঝামাঝি পর্যায়ে ১৯৭১ সালে পরিবারের একটি টেলিগ্রাম পেয়ে তিনি দেশে ফিরে আসেন। কিন্তু ঘটনাক্রমে তার আর লন্ডন ফিরে যাওয়া হয়নি। নূরুল হুদা পুনরায় ছাত্রাবাসের সুপারিনটেন্ডেন্ট হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে স্থানীয় মুক্তিযােদ্ধারা কলেজের উচ্চ মাধ্যমিক শাখার মুসলিম ছাত্রাবাসে নিজেদের প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিলে নূরুল হুদা তাঁদের যাবতীয় ব্যবস্থা করে দেন। প্রশিক্ষণ ক্যাম্পের সাথে অধ্যাপক এস. এম. নূরুল হুদার সরাসরি সম্পৃক্ততা স্থানীয় রাজাকারদের নজরে আসে। ১৯৭১ সালের ১৫ জুলাই পাকিস্তান সেনাবাহিনীর একটি দল তাকে বরিশাল থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাঁর আর কোনাে খোঁজ পাওয়া যায়নি।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা