You dont have javascript enabled! Please enable it! এম. নূর হােসেন - সংগ্রামের নোটবুক
এম. নূর হােসেন
এম. নূর হােসেনের জন্ম চট্টগ্রাম শহরের রেয়াজুদ্দীন রােডের পৈতৃক বাড়িতে, ১৯৩৬ সালের ২৩ এপ্রিল। তার বাবার নাম মােহাম্মদ জাকের হােসেন। নূর হােসেন চট্টগ্রাম মুসলিম হাই স্কুল থেকে ১৯৫১ সালে তিন বিষয়ে লেটার মার্কসহ প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। তিনি ১৯৫৩ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে রসায়ন ও গণিতে লেটার মার্কসহ প্রথম বিভাগে আই, এসসি, পাস করেন। এ পরীক্ষায় তিনি দ্বাদশ স্থান অধিকার করেছিলেন। মেধাবী ছাত্র নূর। হােসেন ম্যাট্রিক ও আই, এসসি, পরীক্ষার ভালাে ফলাফলের জন্য বৃত্তি পেয়েছিলেন। পরে ১৯৫৭ সালে তিনি ঢাকার আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ। (বর্তমান বুয়েট) থেকে সিভিলি ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান নিয়ে বি. এসসি. পাস করেন। নূর হােসেন প্রথমে কর্ণফুলী হাইড্রোইলেকট্রিক প্রজেক্টে যােগ দেন। পরে ১৯৫৯ সালে তিনি যােগ দেন তৎকালীন চট্টগ্রাম পাের্ট কমিশনার্সে সহকারী প্রকৌশলী হিসাবে।
১৯৬০ সালে নির্বাহী প্রকৌশলী হিসাবে তিনি পদোন্নতি পান। নূর হােসেন ১৯৬৪ সালে নেদারল্যান্ডসের ডেলফট টেকনােলজিক্যাল ইউনিভার্সিটি থেকে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পােস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। দেশে ফিরে তিনি আইন বিষয়ে পড়াশােনা করে ১৯৬৬ দ্বিতীয় শ্রেণিতে এল, এল, বি, পাস করেন। ১৯৭১ সালের মার্চে অসহযােগ আন্দোলনের সময় নূর হােসেন চট্টগ্রাম বন্দরের বাঙালি কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে নিয়ে গোপন বৈঠকসহ সভা-সমাবেশ করেছেন। ২৫ মার্চের পর থেকে বন্দরের অন্য বাঙালি কর্মকর্তাদের সাথে তাকেও একরকম বন্দি করে রাখা হয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য মে মাসের মাঝামাঝি তিনি শহরের রেয়াজুদ্দীন রােডের বাড়িতে চলে আসেন। ২২ মে সকালে তিনি অফিসে গেলে পাকিস্তানি সেনাবাহিনী তাঁকে আটক করে। এরপর থেকে তাঁর আর কোনাে খোঁজ পাওয়া যায়নি। শহীদ এম, নূর হােসেনের স্ত্রী খুরশীদ জাহান বেগম ছিলেন আবদুল করিম সাহিত্যবিশারদের নাতনি। তাঁদের সংসারে তিন ছেলে ও এক মেয়ে ছিল।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা