You dont have javascript enabled! Please enable it!
এ. টি. এম. জাফর আলম
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ পালং গ্রামের মাতব্বর পাড়ায় ১৯৪৭ সালের ৫ মে জন্ম নেন এ. টি. এম. জাফর আলম। তাঁর বাবা ছৈয়দ। হােছাইন মাস্টার, মা আলমাছ খাতুন। আট ভাই ও এক বােনের মধ্যে জাফর ছিলেন সবার বড়। স্থানীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষাজীবন শেষে ১৯৬৪ সালে মহেশখালী উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর ১৯৬৬ সালে চট্টগ্রাম কলেজ থেকে আই, এসসি পাসের পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে। ছাত্রাবস্থায় তিনি তদানীন্তন ইকবাল হলের ১৯৬৭-‘৬৮ সালের একুশের সংকলন ‘কষ্টি পাথর সম্পাদনা করেন। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স পাস করার পর সােহরাওয়ার্দী কলেজে রাতে খণ্ডকালীন শিক্ষকতা করেন। এরই মধ্যে ১৯৭০ সালে।
তিনি পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং নােয়াখালী জেলার এস, ডি. ও. হিসাবে নিয়ােগ পান। এ সময় জাফরের বিয়েও ঠিক হয়।  জাফর আলম ছিলেন ইকবাল হলের আবাসিক ছাত্র। চাকরিতে যােগ দেওয়ার আগেই ১৯৭১ সালের মার্চে দেশে অসহযােগ আন্দোলন শুরু হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অধিকাংশ ছাত্রছাত্রী হল ছেড়ে চলে যায়। কিন্তু দেশের এই উত্তাল সময়ে ঢাকা ছেড়ে যেতে জাফরের মন সায় দেয়নি। তিনি হলেই থেকে যান আর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ইকবাল হলেই এ, টি, এম, জাফর আলম শহীদ হন।

সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ –  আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!