You dont have javascript enabled! Please enable it! 1971.04.20 | সিপিএম নেতা নামুদিরিপাদের সাংবাদিক সম্মেলন | কালান্তর - সংগ্রামের নোটবুক

সিপিএম নেতা নামুদিরিপাদের সাংবাদিক সম্মেলন

কোটায়ম , ১৯ এপ্রিল (ইউএন) আজ এখানে এক সাংবাদিক সম্মেলনে সিপিএম নেতা শ্ৰীই এম এস নাম্বুদিরিপাদ ভারত ও পশ্চিম পাকিস্তান সরকারকে এই বলে সতর্ক করে দিয়েছেন যে, অনতি বিলম্বে রাজ্যসমূহের স্বায়ত্তশাসনের দাবি না মেনে নিলে এই সকল দেশেও বাঙলাদেশের পুনরাবৃত্তি ঘটবে।
শ্রীনামুদিরিপাদ বলেন যে, জনগণের অধিকতর ক্ষমতা এবং অর্থনীতিক স্বয়ম্ভরতর দাবি উপেক্ষা করলে ভারত ও পশ্চিম পাকিস্তানকে তার পরিণতির সম্মুখীন হতে হবে।
তিনি উল্লেখ করেন, পাকিস্তানী সামরিক প্রশাসন পূর্ব বাঙলার আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি মেনে নিলে পূর্ব বাঙলা ফেডারেশনের সম্পর্ক ছিন্ন করত না।
শ্রীনামুদিরিপাদ বাঙলাদেশকে স্বীকৃতি দানের জন্য ভারত সরকারের কাছে দাবি জানান।
তিনি বলেন, ভারত সরকার যদি বাঙলাদেশকে স্বীকৃতি দান করেন তবে সােভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রও বাঙলাদেশকে স্বীকার করে নেবে। এমন কি চীনও এই প্রশ্নটি পুনবিবেচনা করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

সূত্র: কালান্তর, ২০.৪.১৯৭১