এ. কে. এম. বদিউজ্জামান মণ্ডল
জয়পুরহাট জেলার কালাই উপজেলার পশ্চিম কুজাইল গ্রামে এ. কে. এম. বদিউজ্জামান মণ্ডলের জন্ম। তার বাবার নাম মাে. বছিরউদ্দিন মণ্ডল। বি. এ. পাসের পর তিনি চাকরিতে যােগ দেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি বগুড়া জেলা শিক্ষা অফিসের নাজির কাম কোষাধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন। এ. কে. এম. বদিউজ্জামানের মৃত্যুর তারিখ জানা যায়নি। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে যান।
সূত্র : শহীদ বুদ্ধিজীবী কোষ – আলী মাে. আবু নাঈম, ফাহিমা কানিজ লাভা