You dont have javascript enabled! Please enable it! ১২ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন - সংগ্রামের নোটবুক

১২ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন

ফ্রান্স ও ইতালি স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সের স্বীকৃতি পত্রটি বাংলাদেশে অবস্থান রত কন্সাল জেনারেল পিয়েরি বেকবেলট পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে দেখা করে হস্তান্তর করেন। ফ্রান্সের স্বীকৃতিতে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেছেন দু দেশের মধ্যে ভবিষ্যতে সহযোগিতা ও সমঝোতা গড়ে উঠবে। ভারতের কমিউনিস্ট পার্টি চেয়ারম্যান ডাঙ্গে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেছেন। নিউজিল্যান্ডের বিরোধী দলীয় নেতা নরমান কার্ক গোপনে বাংলাদেশ সফর করে কলকাতা গিয়ে এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশে কোন অবাঙ্গালী নির্যাতন হচ্ছে না। মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামসুর রহমান মস্কোর পথে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আজ সচিবালয়ে চোরাগোপ্তা পরিদর্শন করেন। তিনি অনেক সচিবের কক্ষ ফাকা পান। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মার্কিন ভুমিকার বিচার ইতিহাসই করবে। সায়ফুল ইসলাম নামে কুষ্টিয়ার এক অপেশাদার শিল্পী তার হাতে আকা শেখ মুজিবুর রহমানের এক খানা ছবি প্রধানমন্ত্রী শেখ মুজিবকে উপহার দেন।