১২ ফেব্রুয়ারী ১৯৭২ঃ চট্টগ্রাম বন্দরে দুটি তৈলবাহী ট্যাংকারে বিস্ফোরণ
চট্টগ্রাম বন্দরে এসসো ঘাটে নোঙ্গর করা খালি দুটি তৈলবাহী ট্যাংকারে প্রবল বিস্ফোরণে আগুন ধরে যায়। ট্যাংকার দুটি অভ্যন্তরীণ রুটের এবং এর নাবিকরা সবাই বাঙ্গালী। প্রাথমিক ভাবে ৬জন নিহতের খবর জানা যায়। ১০ জন নিখোঁজ আছেন ১৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। এসসো ESSO এর ৫ জন নাবিকের আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজনের মৃতদেহ বিস্ফোরণে টুকরা টুকরা হয়ে যায়। একটি জাহাজের নাম আর্ক অপরটির নাম কারাজি। জাহাজ দুটির মধ্যে আর্ক জাহাজটি একটি বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে ডুবে যায় অপরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।