১২ ফেব্রুয়ারী ১৯৭২ঃ জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের বিশেষ দুত উইন্সপিয়ার গুইসারদির মিরপুর সফর
জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের মানবিক সমস্যা বিষয়ক বিশেষ দুত ভিত্তরিও উইন্সপিয়ার গুইসারদি ঢাকায় বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে তার সন্তোষজনক আলাপ আলোচনা হয়েছে। সকালে তিনি মিরপুরে বিহারীদের অবস্থা দেখে আসেন এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ বাহিনীর ঢাকা অঞ্চল প্রধান লেঃকঃ শফিউল্লাহ। তিনি সেখানে রেডক্রসের ত্রান তৎপরতা দেখেন। তিনি শফিউল্লাহ সম্পর্কে মন্তব্য করেন মিরপুরে দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনীর এ অফিসারটি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। পরে তিনি সাংবাদিকদের বলেন ঢাকার মিরপুর এবং মোহাম্মদপুরে পরিস্থিতি স্বাভাবিক এবং সেখানে অত্যাবশ্যকীয় পণ্য এর স্বাভাবিক সরবরাহ রয়েছে। তিনি জানান প্রধানমন্ত্রীর সাথে আলোচনার সময় পাকিস্তানে আটক বাঙ্গালীদের বিষয়ে আলাপ হয়েছে এবং তিনি তাদের ফেরত আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ কামনা করেন। পররাষ্ট্রমন্ত্রী সামাদ তার কাছে অভিযোগ করেছেন যে বাঙ্গালীরা নির্ধারিত সময়ে অস্র জমা দিলেও অবাঙ্গালীরা অস্র জমা দেয়নি।