১১ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন
জাতিসংঘের মহাসচিবের বিশেষ দুত আন্ডার সেক্রেটারি জেনারেল ভিত্তরিও গুইসারদি প্রধানমন্ত্রী শেখ মুজিবের সাথে দেখা করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের একটি বানী পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ মুজিব জাতিসংঘ মহাসচিবের কাছে লিখা একখানা বানী তার হাতে তুলে দেন। শেখ মুজিবুর রহমানের বিচারকারী সামরিক আদালতটি বাতিল করা হয়েছে। আদালতের প্রধান বিচারক ছিলেন মেজর জেনারেল রহিম উদ্দিন খান (সিনিয়র)। একই সাথে শেখ মুজিবের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিক্যালে নিহত বৈমানিকদের লাশ দেখতে যান এবং আজিমপুর কবরস্থানে দুই বৈমানিকদের কবরে ফাতেহা পাঠ করেন। প্রেসিডেন্ট একাদশ এবং প্রধানমন্ত্রী একাদশ ফুটবল দলের নাম ঘোষণা প্রেসিডেন্ট দলের অধিনায়ক সানটু এবং প্রধানমন্ত্রী একাদশের ক্যাপ্টেন পিনটু। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমানের কাছে এক বানী পাঠিয়ে বলেছেন তিনি শেখ মুজিব থেকে সমঝোতার উন্নত দৃষ্টিভঙ্গি পেয়েছেন। তিনি বলেন তাকে যে উপহার দেয়া হয়েছে তা দিয়ে তিনি তার গৃহ সজ্জিত করেছেন। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কমনওয়েলথ ডেস্কের পরিচালক ইয়ান সাদারলেন্ড প্রেসিডেন্ট আবু সাঈদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন। দেশে ৫০টি জেলা করা হবে এমন বিবৃতির প্রতিবাদের মুখে স্থানীয় সরকার মন্ত্রী শামসুল হক বলেছেন সকল মহকুমাকেই জেলা করা হবে।