You dont have javascript enabled! Please enable it! ১০ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন - সংগ্রামের নোটবুক

১০ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কমনওয়েলথ ডেস্কের পরিচালক ইয়ান সাদারলেন্ড প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। সাদারলেনড ৮ জানুয়ারী ১৯৭২ তারিখে শেখ মুজিবের প্রটোকল দায়িত্ব পালন করেছিলেন। একই সময়ে ঢাকাস্থ জাপানের মিশন প্রধান শেখ মুজিবের সাথে দেখা করে বাংলাদেশকে জাপানের স্বীকৃতি দানের পত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান পিজি হাসপাতালে চিকিৎসাধীন মওলানা ভাসানিকে দেখতে গিয়েছেন। তিনি সেখানে তার সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনাও করেন। পাকিস্তান থেকে পালিয়ে আসা ৪ সেনা সদস্য চণ্ডীগড়ে এসে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান পাকিস্তানে ৩০০০০ সেনা বন্দী অবস্থায় আছে। বাংলাদেশ সরকারের একজন মুখপাত্র বলেছেন পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি না দেয়া পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের সাথে আলোচনায় বসবে না। ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট সরাসরি রেল যোগাযোগ চালু। যাত্রীদের অবশ্য দু যায়গায় ট্রেন বদল করতে হবে। এর মধ্যে ভৈরব, মুহুরিগঞ্জ ফেনী অন্তর্ভুক্ত। জাপান ও কিউবা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুকুদা টোকিও তে এ কথা প্রকাশ করে বলেন জাপান বাংলাদেশে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনীতিক সম্পর্ক স্থাপন করবে। কিউবার দিল্লিস্থ চার্জ দ্যা এফেয়ারস বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করে এ তথ্য জানান। জাপানের প্রধানমন্ত্রী এইসাকু সাতো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও জাপানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন বাণী পাঠিয়েছেন।