১০ ফেব্রুয়ারী ১৯৭২ঃ ঢাকায় বিমান বিধ্বস্ত
ঢাকা বিমান বন্দরে সন্ধ্যায় ডিসি ৩ বিমানটি আকাশে উড়ার সাথে সাথেই বিধ্বস্ত হয়েছে। বিমানটি আধা কিমি দূরে কাফরুলে বিধ্বস্ত হয়। বিমানের ৫ কৃতি পাইলটের সকলেই নিহত হয়েছেন। এরা হলেন ক্যাপ্টেন নাসের হায়দার, ক্যাপ্টেন খালেক, ক্যাডেট পাইলট মোস্তফা ক্যাডেট পাইলট শরফুদ্দিন, ক্যাডেট পাইলট মোয়াজ্জেম হোসেন। বিমানটি ৩ ক্যাডেট এর প্রশিক্ষনের জন্য আকাশে উড্ডয়ন করেছিল। বিমানটি বাংলাদেশ বিমান সংস্থার একমাত্র বিমান যা ভারত মুক্তিযুদ্ধের সময় উপহার দিয়েছিল। বিমানটি দুপুরে ঈশ্বরদী থেকে বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা এসেছিল। ক্যাপ্টেন খালেক এবং ক্যাডেট শরফুদ্দিন মুক্তিযোদ্ধা ছিলেন। ক্যাপ্টেন হায়দার নভেম্বরের শেষে পাকিস্তান থেকে পালিয়ে আসেন। দুর্ঘটনায় ৫ পাইলটের নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। দেশের সকল অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।