১০ ফেব্রুয়ারী ১৯৭২ঃ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অন্যান্য কার্যক্রম
শেখ মুজিবুর রহমান বলেছেন ভূট্টো বাংলাদেশকে স্বীকৃতি দিলেই তার সাথে সাক্ষাৎ হতে পারে। তিনি অপর আরেক বিবৃতিতে বলেছেন পশ্চিম পাকিস্তানে বাঙ্গালিরা ভালো আছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও ইসলামিক সেক্রেটারিয়েট চেয়ারম্যান টুঙ্কু আব্দুর রহমান পাকিস্তান বেতারে এক বিবৃতিতে বলেছেন পশ্চিম পাকিস্তানে আটক বাঙ্গালীরা ভাল আছেন এ বিবৃতিকে বিশ্বাস করে শেখ মুজিব আরেক বিবৃতিতে বলেছেন পাকিস্তানে বাঙ্গালীরা ভাল আছে। তিনি বলেন ইসলামিক সেক্রেটারিয়েট চেয়ারম্যান টুঙ্কু আব্দুর রহমান বাংলাদেশে অবাঙ্গালীদের দেখতে ঢাকা এলে স্বাগত জানানো হবে। তিনি বলেন মিরপুরে অস্র উদ্ধার অভিযানে অবাঙ্গালীরা বাধা প্রদান করেছে। তিনি বলেন হানাদার বাহিনী যখন্ন মুক্তিযুদ্ধের ৯ মাস বাঙ্গালীদের উপর গণহত্যা চালিয়েছিল তখন ইসলামিক সেক্রেটারিয়েট চেয়ারম্যান টুঙ্কু আব্দুর রহমান কোন প্রতিবাদই করেননি। পাকিস্তান বেতারে টুঙ্কু আব্দুর রহমান অবাঙ্গালীদের উপর হামলা বন্ধে শেখ মুজিবুর রহমানকে প্রভাব খাটানোর আবেদন জানিয়েছিলেন। প্রতি উত্তরে শেখ মুজিব বলেন বিগত ৯ মাসে প্রবল উস্কানি সত্ত্বেও তাদের জানমাল অক্ষত আছে। তিনি বলেন আপনি জানেন গত ৩১ জানুয়ারী অস্র জমাদানের শেষ দিন ছিল কিন্তু তারা অস্র জমা দেয় নি ফলে তল্লাশির সময় তারা আমার বাহিনীর উপর হামলা করে কয়েকজনকে হতাহত করে। এ ঘটনার পর অনুসন্ধান অব্যাহত রাখতে নির্দেশ দেয়া হয় এবং আমার বাহিনী এখনও অনুসন্ধান চালাচ্ছে।