৮ ফেব্রুয়ারী ১৯৭২ঃ কলকাতা সফর শেষে সকালে ঢাকা ফিরে আসেন শেখ মুজিব
২ দিনের কলকাতা সফর শেষে শেখ মুজিব সকালে ঢাকা ফিরে আসেন। বিমান বন্দরে তাকে বিদায় জানান ভারতের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিম বঙ্গের গভর্নর এল ডায়াস, ডিপি ধর,পূর্বাঞ্চলীয় সেনা কম্যান্ড প্রধান জগজিৎ সিংহ অরোরা। আরও উপস্থিত ছিলেন বাম ফ্রন্ট নেতা জ্যোতি বসু, সাবেক মন্ত্রীবর্গ। বিমানে আরোহণের পূর্বে সিদ্ধার্থ সঙ্কর রায় শেখ মুজিবের একটি বিদায় নোট নেন। ভারতীয় সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল শেখ মুজিবকে গার্ড অব অনার প্রদান করে।