You dont have javascript enabled! Please enable it! ৭ ফেব্রুয়ারী ১৯৭২ঃ কলকাতা প্রেসক্লাবে শেখ মুজিব - সংগ্রামের নোটবুক

৭ ফেব্রুয়ারী ১৯৭২ঃ কলকাতা প্রেসক্লাবে শেখ মুজিব

কলকাতা প্রেসক্লাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়। সভায় শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেন সব রকম শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ বদ্ধপরিকর। জনগনের অর্থনৈতিক মুক্তি ছাড়া এতো কষ্টে অর্জিত স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। তিনি বলেন বাংলাদেশে ধনীদের আরও ধনী হতে গরীবদের আরও গরীব হতে দেয়া হবে না। বাংলাদেশে কেউ না খেয়ে মরবে না। সবাই এদেশে সুখী ও তৃপ্ত জীবন যাপন করবে। তিনি ভারতীয় সাংবাদিকদের উচ্ছসিত প্রশংসা করে বলেন বাংলাদেশে পাক বাহিনীর বর্বরতা প্রকাশে তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তখন তারা যদি এ কাজ না করতেন তবে বিদেশীদের মুক্তিযুদ্ধে সাহায্য ও সহযোগিতা পাওয়া যেত না। কলকাতা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস গুপ্ত তার ভাষণে বলেন শেখ মুজিব শুধু বাংলাদেশের সাড়ে সাত কোটি লোকেরই বন্ধু নহেন তিনি সমগ্র ভারতবাসীর বন্ধুও। প্রেসক্লাবের পক্ষ থেকে শেখ মুজিবকে রবীন্দ্রনাথের প্রতিকৃতি, বহু সংখ্যক বই এবং কনসার্ট ফর বাংলাদেশের একটি রেকর্ড উপহার দেয়া হয়।