You dont have javascript enabled! Please enable it! ৭ ফেব্রুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবকে কলকাতা সিটি কর্পোরেশনের সংবর্ধনা এবং বুদ্ধিজীবীদের সাথে সাক্ষাৎ - সংগ্রামের নোটবুক

৭ ফেব্রুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবকে কলকাতা সিটি কর্পোরেশনের সংবর্ধনা এবং বুদ্ধিজীবীদের সাথে সাক্ষাৎ

বিকেলে শেখ মুজিবুর রহমানকে কলকাতা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। সেখানে শেখ মুজিব ভাষণে বলেন বাংলাদেশে ভিন্ন মতাবলম্বীরা সমান সুযোগ পাবে। তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতার পর একজন অবাঙ্গালীকেও প্রতিশোধ নেয়ার জন্য হত্যা করা হয়নি। তিনি অবাঙ্গালীদের বাঙ্গালীদের সাথে মিশে যাওয়ার আবেদন জানান। পরে সন্ধ্যা এবং রাতে কলকাতার বিশিষ্ট বুদ্ধিজীবীরা শেখ মুজিবের সাথে একক ও একসাথে ভাবে সাক্ষাৎ করেন। তারা হলেন দেবী প্রসাদ রায়, চিনত মনি কর, রানু মুখার্জি, কানন দেবী, মৃণাল সেন, মাধবী চক্রবর্তী, তৃপ্তি মিত্র, সুভাষ মুখার্জি, ডঃ রাম চৌধুরী ও অমলা শঙ্কর।