You dont have javascript enabled! Please enable it! ৭ ফেব্রুয়ারী ১৯৭২ঃ কলকাতা মিশনে শেখ মুজিবুর রহমান - সংগ্রামের নোটবুক

৭ ফেব্রুয়ারী ১৯৭২ঃ কলকাতা মিশনে শেখ মুজিবুর রহমান

শেখ মুজিবুর রহমান আকস্মিক ভাবে কলকাতা মিশন পরিদর্শন করেন। সেখানে মিশন কর্মচারীরা শেখ মুজিবকে স্বাগত জানান। সেখানে উপস্থিত বাংলাদেশীদের উদ্দেশে ভাষণে শেখ মুজিবুর রহমান বলেন বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশীদের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি বলেন স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন এবং তা রক্ষা করা আরও কঠিন। তিনি মিশন কর্মচারীদের কঠোর পরিশ্রম করার এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শ রক্ষা করার আহবান জানান। মিশন কর্মচারীদের পদোন্নতির দাবী এড়িয়ে গিয়ে শেখ মুজিব বলেন বাংলার মানুষের কি হবে তিনি তাদের দেখে আসার জন্য কর্মচারীদের প্রতি আহবান জানান। সাবেক মিশন প্রধান বর্তমান তথ্য সচিব হোসেন আলী ৭১ সালে মিশনে উড়ানো পতাকা উপহার দিলে তিনি তা ফেরত দিয়ে তা যাদুঘরে প্রেরনের উপদেশ দেন।