You dont have javascript enabled! Please enable it! ৭ ফেব্রুয়ারী ১৯৭২ঃ ভারত থেকে ৫ লাখ টন খাদ্য আমদানি - সংগ্রামের নোটবুক

৭ ফেব্রুয়ারী ১৯৭২ঃ ভারত থেকে ৫ লাখ টন খাদ্য আমদানি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ কলকাতার রাজভবনে ভারতের শিক্ষামন্ত্রী এবং হবু মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এর বৈদেশিক বিষয়ক কমিটি চেয়ারম্যান ডিপি ধর, প্রধানমন্ত্রীর সচিব পি এন হাক্সারের সাথে বৈঠকে বাংলাদেশে ভারত থেকে ৫ লাখ টন গম ও চাল আমদানি চুরান্ত করেছেন। এসদ খাদ্য ট্রেন যোগে বাংলাদেশে আনা হবে। এ জন্য প্রতিদিন একটি করে ট্রেন বাংলাদেশে পৌছবে। বৈঠকে বাংলাদেশ পক্ষে আরও ছিলেন অর্থ সচিব মতিউল ইসলাম, পররাষ্ট্র সচিব এস করিম। আব্দুস সামাদ আজাদ কলকাতায় বলেন অবাঙ্গালীরা বাংলাদেশে ভালই আছে।তাদের সেখানে কোন অসুবিধা হচ্ছে না। আন্তজার্তিক রেডক্রস তাদের দেখাশুনা করছে।