৫ ফেব্রুয়ারী ১৯৭২ঃ এক নজরে এদিন
পুনর্বাসন মন্ত্রী কামারুজ্জামান বলেছেন বিশ্ব চার্চ কাউন্সিল সকল মহকুমায় একটি করে আদর্শ গ্রাম তৈরি করবে। এর বাজেট ধরা হয়েছে দেড় কোটি ডলার (বর্তমান মূল্য ১৩০ কোটি টাকা)। প্রতিটি আদর্শ গ্রামের আয়তন হবে ৪ বর্গমাইল। কেয়ার ও ৬২ মহকুমায় ৬২ টি আদর্শ গ্রাম তৈরি করবে তারা খরচ করবে দু কোটি ডলার। একটি আদর্শ গ্রামে বাড়ী থাকবে ১৫০ টি। সময়সীমা ধরা হয়েছে মে মাস পর্যন্ত।
নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ ক্লাবে পুনর্বাসন মন্ত্রী কামরুজ্জামান সরকারী কর্মকর্তাদের সভায় বক্তব্য দেন। ঢাকায় ফিরে কামরুজ্জামান জাতিসংঘের প্রতিনিধি টনি হাগেন এর কাছ থেকে ২০টি ট্রাক গ্রহন করেন।
মন্ত্রী বলেছেন বাস্তহারাদের স্থায়ী পুনর্বাসনের জন্য ২০০০ কোটি টাকার পরিকল্পনা নেয়া হয়েছ্রে। (এ টাকা ১৯৭১ সালের প্রাদেশিক বাজেটের অর্থের ৩ গুন)।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ সুনামগঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্র গ্রহন করেন।
ঢাকার মিরপুর থেকে আড়াইশত পাক দালাল গ্রেফতার এদের মধ্যে পলাতক কিছু পাক সৈন্যও আছেন।
মিরপুরের ১ ও ২ নং সেকশন থেকে সম্পূর্ণ দালাল মুক্ত করা হয়েছে।
পাক বাহিনীর দোসর মাদারীপুরের আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমএনএ (১৯৫৮ সালের অক্টোবরে কয়েকদিনের জন্য প্রতিমন্ত্রী শপথ গ্রহণকারী) আদেল উদ্দিন হাওলাদার গ্রেফতার হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও একাডেমিক ভবন মেরামত শুরু হয়েছে। এর মধ্যে সলিমুল্লাহ হলের মেরামতটি ছিল সবচে বড়। এখানে ছাদ ভেঙ্গে ভবনের একাংশ নতুন করে নির্মিত হচ্ছে।
ভারতে আহত মুক্তিযোদ্ধাদের খোজ খবর নিতে নবগঠিত প্রতিনিধিদল কলকাতা গিয়েছেন।
৭১ সালে মুক্তিযুদ্ধে সারা দেশে ক্ষয়ক্ষতি নিরুপনে গঠিত কমিটি আজ প্রথম সভা করে তারা কেন্দ্রীয় অফিস স্থাপন করে ১৫ নিউ বেইলি রোডে। সভায় সিদ্ধান্ত নেয়া হয় কমিটির শাখা ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত করা হবে।
২ বেঙ্গলের সেঃ লেঃ সেলিমের লাশ আজ মিরপুর থেকে উদ্ধার করা হয়। তিনি একটি অপারেশনে গিয়ে ৩০ জানুয়ারী নিখোঁজ হয়েছিলেন।
মিরপুরে নিখোঁজ পুলিশ ও আর্মি অফিসার ও জওয়ানদের লাশ উদ্ধারের পর ধারনা করা হয় জহির রায়হানও নিহত হয়েছেন। জহির রায়হান এ টীমের সাথেই ছিলেন বলে জানা যায়। উদ্ধার অভিযানে ভাটা।