৫ ফেব্রুয়ারী ১৯৭২ঃ বাংলাদেশে বিহারী নির্যাতন বিষয়ে বিদেশী রাষ্ট্রদুতদের কাছে ভূট্টোর অভিযোগ
পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো ইসলামাবাদ/রাওয়ালপিন্ডিতে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদুতদের ডেকে পূর্ব পাকিস্তানে অবাঙ্গালীদের উপর ব্যাপক হামলা এবং হত্যাকাণ্ডের অভিযোগ এনেছেন। তিনি বলেন বিশেষ করে মোহাম্মদপুর এবং মিরপুর এলাকায় নির্যাতন হচ্ছে। সেখানে খাদ্যাভাব দেখা দিয়েছে এবং বাংলাদেশ সরকার সেখানে আন্তজার্তিক রেডক্রসকে প্রবেশ করতে দেয়নি। সরকারের এক মুখপাত্র বলেন রাষ্ট্রদূতরা ভূট্টোকে বলেছেন সেখানে রক্তপাত বন্ধে তারা বিষয়টি তার দেশের সরকারকে অবহিত করবেন। ভূট্টো বলেন ডিসেম্বর থেকেই সেখানে ক্রমাগত আক্রমণ হচ্ছে ফলে সেখানে খাদ্য ঔষধ ও চিকিৎসা সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তিনি বলেন সেখানে অবশ্য রেডক্রস সামান্য কিছু ত্রান সাহায্য দিয়েছে। মুখপাত্র বলেন যে সকল দেশ ঢাকা প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে এ ঘটনার দায় দায়িত্বও তাদের নিতে হবে।