You dont have javascript enabled! Please enable it! ৪ ফেব্রুয়ারী ১৯৭২ঃ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কার্যক্রম - সংগ্রামের নোটবুক

৪ ফেব্রুয়ারী ১৯৭২ঃ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কার্যক্রম

কলকাতার হিজ মাস্টার ভয়েস শেখ মুজিবুর রহমানের উপর দুটি গানের রেকর্ড প্রকাশ করেছে। শেখ মুজিবুর রহমানের কলকাতা সফরকালে কলকাতা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে শেখ মুজিবকে এ রেকর্ড দুটি উপহার দেয়া হবে। রেকর্ডের গান গুলো লিখেছেন এমএনএ ও সাংবাদিক আবিদুর রহমান খান। গান গুলো গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়।
কাদের সিদ্দিকী ও আনোয়ারুল আলম শহীদ শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেছেন। এসময় তাদের সাথে স্বঘোষিত ক্যাপ্টেন নুরুন্নবী, ক্যাপ্টেন পিনটু কাদের সিদ্দিকির নিরাপত্তা অফিসার নজরুল উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ মুজিবের কলকাতা সফরের সূচী থেকে শরণার্থী শিবির পরিদর্শন বাদ দেয়া হয়েছে। শিবিরে বসন্তের প্রাদুর্ভাব হওয়ায় এ কর্মসূচী বাদ দেয়া হয়েছে। নতুন সূচী যুক্ত হয়েছে রাজভবনে কতক ভারতীয় বাঙ্গালী বুদ্ধিজীবী প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন।
বেগম শাবানা নামে ঢাকা কলেজের এক প্রভাষক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করে তার বাড়ী থেকে লুট হওয়া রবীন্দ্র রচনাবলীর এক সেট ফেরত প্রদান করেন। শাবানা উক্ত বইগুলি সদরঘাটের ফুটপাথ থেকে ক্রয় করেছিলেন।
ব্রিটিশ মিশন প্রধান ব্রাইটন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেছেন। ব্রিটেন দুতাবাস খোলায় তার পরিবর্তে নতুন হাই কমিশনার পদে স্তিভেনশন নামে এক কূটনীতিক যোগদান করেছেন।
ত্রিপুরার বাংলাদেশ সংগ্রাম কমিটি সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ত্রিগুনা সেন গুপ্তের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন।