You dont have javascript enabled! Please enable it! 1971.04.04 | বাঙলাদেশের সংগ্রামের সমর্থনে বিভিন্ন সংগঠন | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের সংগ্রামের সমর্থনে বিভিন্ন সংগঠন
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১ এপ্রিল পাক সামরিকচক্রের বিরুদ্ধে বাঙলাদেশের স্বাধীনতা যযাদ্ধাদের লড়াইকে অভিনন্দন, বাঙলাদেশকে স্বীকৃতিদানের জন্য ভারত সরকারের কাছে দাবি ও সেখানকার জনগণকে রক্ত অর্থ দান করার জন্য রাজ্যের শ্রমজীবী জনগণের কাছে আবেদন জানিয়ে রাজ্যে বিভিন্ন সংস্থার ইউনিয়নের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিকারী সংস্থার মধ্যে আছে ইউনাইটেড ব্যাংক কর্মচালী সমিতির (কেন্দ্রী কমিটি) সাধারণ সম্পাদক শ্রীতারা দাস, হিন্দুস্তান এ্যারােটনিক্স কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শ্রীবিজন চক্রবর্তী, সেনটাল একসাইজ এন্ড কাষ্টমস (এনজি) কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রীঅমর নাথ চ্যাটাজী, ই,এস,আই কর্মচারী সমিতি এবং ট্রাম শ্রমিকদের যুক্ত কমিটির পক্ষ থেকে অনুরূপ বিবৃতি দেওয়া হয়েছে।

শালিমারের যুবছাত্র মিছিল
৩০ মার্চ শালিমার যুব ও ছাত্রদের নেতৃত্বে তিন শতাধিক তরুণ তরুণীর একটি মিছিল হওড়ার জেলা শাসকের বাংলাের সামনে বেলা ১০ টা থেকে ২টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে।
এরপর সর্বশ্রী উমাপদ ভাদুড়ীর নেতৃত্বে ৫ জনের এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে গিয়ে এক স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বাঙলাদেশের সরকারকে স্বীকৃতি দান, সেখানকার মুক্তিফৌজকে সক্রিয় সাহায্য দান প্রভৃতি কথা বলা হয় এরপর বাংলাের সামনে ইয়াহিয়া খানের কুশপুত্তলিকা দাহ হয়।

নব বারাকপুরে মিছিল
পূর্ববঙ্গের মুক্তিযােদ্ধাদের সমর্থনে গত ৩০ মার্চ এখানে একটি মহিলা মিছিল বের হয়। মিছিলটি কোদালিয়া, আগাপুর প্রভৃতি অঞ্চল পরিক্রমা করে।
মিছিলের নেতৃত্ব করেন শ্রীমতী গাগা ভট্টচার্য্য ও শ্রীমতী উমা দাস।
নব বারাকপুরে পূর্ববাঙলার মুক্তিযােদ্ধাদের সাহায্য করার জন্য দলমত নির্বিশেষে একটি কমিটি গঠিত হয়েছে।

সূত্র: কালান্তর, ৪.৪.১৯৭১