রােশেনার দিবসে মহিলাদের বিক্ষোভ মিছিল
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৫ এপ্রিল— আজ ভারতীয় মহিলা ফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে একটি সুদীর্ঘ জঙ্গী মহিলা বিক্ষোভ মিছিলের আয়ােজন করা হয়। মিছিলটি শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে এবং বিভিন্ন রাজপথ পরিক্রমার পর কলকাতাস্থিত পাক হাইকমিশনারের আবাসের সামনে এসে পাকিস্তানেই ইয়াহিয়া সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
এপার বাঙলার মেয়েরা ওপারের নারী সমাজকে অভিনন্দন জানিয়ে মিছিলে আওয়াজ তােলেন— ‘এপারের মেয়ের ওপর বাঙলার পাশে আছে, এবং সেই সংগ্রাম নারী সমাজের মূর্ত প্রকাশ অমর শহীদ বীরাঙ্গনাকে স্মরণ করে ধ্বনি তােলে- “বীরাঙ্গনা রােশেনার তােমায় আমরা ভুলিনি ভুলব না।”
মিছিলটির পক্ষ থেকে পাক হাই-কমিশনারের কাছে একিট প্রতিনিধিদল একটি স্মারকলিপি দিয়ে আসেন। স্মারকলিপির অন্যান্য দাবির মধ্যে রয়েছে “বাঙলাদেশ থেকে পাকিস্তানী ফৌজ প্রত্যাহার করা হােক, এবং বাঙলাদেশের স্বাধীন গণতান্ত্রিক সরকারকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া হােক।”
মিছিলটি একটি বিক্ষোভ সমাবেশের মধ্যে শেষ হয়। এপারের নারী সমাজের পক্ষ থেকে সহমর্মিতা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সর্বশ্রী অরুন মুন্সী, অর্পণ বন্দোপাধ্যায়, সুধা রায়, গীতা মুখােপাধ্যায়, কমলা মুখােপাধ্যায়, ইলামিত্র, অলকা চট্টোপাধ্যায়, বেলা লাহিড়ী প্রমুখ বিভিন্ন মহিলা নেত্রী।
সূত্র: কালান্তর, ৬.৪.১৯৭১