You dont have javascript enabled! Please enable it!

শিবপুরে জনসভা

হাওড়া জেলার শিবপুর মন্দিরতলা ময়দানে বিশিষ্ট নাগরিকদের আহ্বানে গত ৩১ মার্চ এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় কমিউনিস্ট নেতা শ্রীমহম্মদ ইলিয়াস বাঙলাদেশের মুক্তিকামী মানুষের সাহায্যের্থে সবাইকে মুক্তহস্তে এগিয়ে আসার আহ্বান জানান।
সভার সভাপতি হাওড়া জেলার কমিউনিস্ট পার্টির সহ-সম্পাদক শ্রীসুপ্রবাত মুখােপাধ্যায়, কংগ্রেসের ডাঃ শান্তি দাশগুপ্ত, উৎপল ভৌমিক প্রভূতি এবং কমিউনিস্ট পার্টির শ্রীঅনিল চট্টেপাধ্যায়, অধ্যাপক হেমন্ত মুখােপাধ্যায় প্রমুখ ভাষণ দেন। সভার শেষে ইয়াহিয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়।

সূত্র: কালান্তর, ৪.৪.১৯৭১