বাঙলাদেশের সংগ্রাম দমনে মার্কিন অস্ত্র ব্যবহারে বাধা নেই
পররাষ্ট্র দপ্তরের স্বীকারােক্তি
ওয়াশিংটন, ২ এপ্রিল (এপি) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেই আজ স্বীকার করা হয়েছে তারা পাকিস্তানকে যে অস্ত্র দিয়েছে তা দেশের ‘আভ্যন্তরিন নিরাপত্তা রক্ষার ব্যাপারে ব্যবহার করতে কোনে বাধা নেই। আর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাঙলাদেশের সম্প্রতিক সংগ্রামকে সেদেশের ঘরােয়া ব্যাপার বলে মনে করছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস অফিসার শ্রীজে ম্যাকলস্কি জানান, ১৯৫৪ সালের সামরিক সাহায্য চুক্তি অনুযায়ী পাকিস্তান আভ্যন্তরীণ নিরাপত্তা এবং বৈধ প্রতিরক্ষা ব্যবস্থার কাজেই মার্কিন অস্ত্র ব্যবহারের অধিকারী।
সূত্র: কালান্তর, ৪.৪.১৯৭১