You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশের মুক্তি আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে তৎপরতা

কলকাতা, ১ এপ্রিল অীবলম্বে বাঙলাদেশ’-এর নবগঠিত প্রজাতান্ত্রিক সরকারকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে ভারতের বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে ভারত সরকারের কাছে দাবি জানানাে হয়েছে।
বিহার সরকারের ১ লক্ষ টাকা দান
১ এপ্রিল বিহার মন্ত্রিসভা বাঙলাদেশের মুক্তি সংগ্রামীদের সাহায্যার্থে ১ লক্ষ টাক রেডক্রশ সােসাইটির বিহার শাখার হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সারা ভারত বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্মচারী সমিতি
পাক-সৈন্যবাহিনীর বর্বর আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয় ধ্বংসে ক্ষোভ প্রকাশ করে সারা ভারত কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। পাটনা থেকে ইউএনআই এর খবর জানিয়েছে।
সমিতির সভাপতি শ্রী একে সিনহা বিবৃতিতে বাঙলাদেশে মুক্তি সংগ্রামে নিহতদের প্রতি ভারতীয় শিক্ষক সমাজের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ও বাঙলাদেশের সরকারকে স্বীকৃতিদানের দাবি করেছেন।

বিহার স্বাধীনতা সংগ্রামী ফোরাম
বিহার স্বাধীনতা সংগ্রামী ফোরামের সাধারণ সম্পাদক শ্রী কে এন সাণ্ডিলা বাঙলাদেশের মুক্তিসংগ্রামীদের সাহায্য দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
বিহার রাজ্য কংগ্রেস ফোরাম ফর সােসালিষ্ট এ্যাকশন-এর পক্ষ থেকেও এব তিতে বাঙলাদেশ এর প্রতি সংহতি জানানাে হয়েছে।

গৌহাটি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
গৌহাটি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকাল ভারত সরকারের কাছে “বাঙলাদেশ সরকারকে স্বীকৃতি জানানাের দাবি জানিয়েছেন। এসােসিয়েশনের কার্যকরী সমিতির সভায় গৃহীত এক প্রস্তাবে স্বাধীনতা সংগ্রামীদের উপর পাকসৈন্যদের বর্বর আক্রমণের তীব্র নিন্দা করা হয়েছে।

দিল্লীর আলােচনা চক্রে
গতকাল দিল্লীতে অনুষ্ঠিত রাজনৈতিক চিন্তাবিদ, সাংবাদিক সামরিক সমালােচক এবং অন্যান্যদের এক আলােচনা চক্রে সর্বসম্মতিক্রমে স্বীকার করা হয় যে বাঙলাদেশ’এর নবগঠিত সরকারকে ভারত সরকারের উচিত অবিলম্বে স্বীকৃতি দেওয়া।
আলােচনা সভার আয়ােজন করেন ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্লড এ্যাফেয়ার্স। মনিপুরবাসীদের সাহায্য
মনিপুরবাসী সাহায্য বাঙলাদেশ’-এর স্বাধীনতা সংগ্রামীদের জন্য তহবিল সংগ্রহ করছেন। গতকাল মনিপুরে অনুষ্ঠিত এক বিরাট নাগরিক সভা থেকে তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘট
বাঙলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে গতকাল দিল্লী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালিত হয়।
বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এক ছাত্র সভায় অবিলম্বে স্বাধীন বাঙলাদেশের সরকারকে স্বীকৃতি জানানাের জন্য ভারত সরকারের কাছে দাবি জানানাে হয়।

বিহার রাজ্য আফ্রো-এশিয় সংহতি কাউন্সিল
বিহার রাজ্য আফ্রো-এশীয় সংহতি কাউন্সিল বাঙলাদেশ-এর মানুষের প্রতি সংহতি জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।
পাটনা থেকে ইউএনআই আরাে জানিয়েছে : ভারত সেবক সমাজ পাকসৈন্যদের বর্বরােচিত কাজের তীব্র নিন্দা করেছেন।
ইলের এক সংবাদে জানা গেল : মনিপুরের জনসাধারণ ভারত সরকারের কাছে বাঙলাদেশ’ সরকারের স্বীকৃতি জানানাের দাবি জানিয়েছেন।
গতকার মনিপুর পিলস পার্টি আয়ােজিত এক জনসভা থেকে ঐ মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়।

মনিপুরে অর্থ সংগ্রহ
মনিপুর পিপলস পার্টি অর্থ এবং স্বেচ্ছাসেবক সংগ্রহ করছেন।
পার্টির সাধারণ সম্পাদক শ্রী এল, জে সিং আজ এখানে সাংবাদিকদের জানিয়েছেন যে যথার্থ ত্রাণ কমিটির হাতে পাঠানাের জন্য সংগৃহীত অর্থ শিঘই মনিপুরের লেফটেনান্ট গর্ভনয়ের হাতে দেওয়া হবে।

বাঙলাদেশ-এর মুক্তিযুদ্ধের সমর্থনে সেন্টপলস কলেজ
সেন্টপলস কলেজের ছাত্রদের তরফ থেকে একটি মেডিক্যাল ইউনিট নানাধরণের চিকিৎসা সরঞ্জাম দিয়ে বাঙলাদেশ-এর সীমান্তে প্রবেশ করেন গ্রামবাসী ও মুক্তিযোেদ্ধারা তাদের সাদরে অভ্যর্থনা জানান।
টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার এ্যাসােঃ
পশ্চিম পাকিস্তানী সৈন্যদের বর্বর অত্যাচারে ‘বাঙলাদেশ’-এর ক্ষতিগ্রস্তদের সাহায্যাথে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সুপার ভাইজার এসােসিয়েশন একদিনের বেতনদানের সিদ্ধান্ত নিয়েছেন।
শিলং থেকে ইউ,এন,আই এর খরব দিয়েছেন।

শিলং-এ ছাত্র বিক্ষোভ ও মিছিল
বাঙলাদেশ’-এর প্রতি সংহতি ও ব্যাপক গণহত্যার প্রতি ধিক্কার জানিয়ে আজ শিলং-এ ছাত্রদের এক বিক্ষোভ মিছিল বের হয়।
পূর্বাহ্নে স্কুল-কলেজের ছাত্ররা ক্লাশ বয়কট করেন এবং মিসিলে যােগ দেন। ইউ,বি,আই-এর তারবার্তা
ইউনাইটেড ব্যাংক অফ ইণ্ডিয়া এমপ্লয়িজ এসােসিয়েশনের পার্ক সার্কাস ইউনিট আজ প্রধানমন্ত্রীর কাছে এক তারবার্তা পাঠিয়েছেন।
তারবার্তায় বাঙলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের সমর্থন জ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানাে হয়েছে।

সাব-অর্ডিনেট কো-অপারেটিভ এমপ্লয়িজ এসােঃ
ওয়েস্ট বেঙ্গল সাব-অডিনেট কো-অপারেটিভ এমপ্লয়িজ এসােসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী। নিত্যানন্দ গােস্বামী বাঙলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের উপর পাকসৈন্যদের অত্যাচারের তীব্র নিন্দা করে এবং মুক্তি সংগ্রামীদের সাহায্যার্থে রাজ্যের সমবায় পরিদর্শকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।

পশ্চিমবঙ্গ মৎস্যজীবী সমিতি
মৎস্যজীবী সমিতির পক্ষে শ্রীনিমাই বিশ্বাস বাঙলাদেশের নিরস্ত্র মানুষের উপর ইয়াহিয়ার অমানুষিক অত্যাচারের তীব্র নিন্দা করে এক বিবৃতি দিয়েছেন।

সূত্র: কালান্তর, ২.৪.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!